সংবাদ শিরোনাম :
রংপুরে উপদেস্টা ফরিদার উপস্থিতিতে  প্রেজেনটেশনে শেখ মুজিব ও হাসিনার ছবি নিয়ে তোলপাড় জুলাই সনদ বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির লালন  শিল্পী ফরিদা পারভীন ও পারে চলে গেলেন বিএনপি নেতা ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার স্ত্রীর পরিকল্পনাতে যুবদল নেতা শামীম খুন নায়েককে চড় মেরে নিজেই কেঁদেছিলেন কাজল পাবর্তীপুরে রেলওয়ের জমি লীজ নিয়ে বিরোধ: ওসির অপসারনের বিক্ষোভ, অবরোধ রংপুরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবাসিক হোটেল বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ  স্বাস্থ্য খাতের দুর্নীতির মামলায় মহি মিঠু গ্রেফতার আবারও বিশ্বের শীর্ষ ধনী খেতাব অক্ষুন্ন রেখেছেন ইলন মাস্ক

নার্সিং শিক্ষার মর্যাদা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিগ্রি সমমানের দাবিতে
রংপুরে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।
মমিনুল ইসলাম রিপন স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
নার্সিং শিক্ষার মর্যাদা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিগ্রি সমমানের দাবিতে রংপুরে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। সকাল থেকে তাঁরা রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
বৃহস্পতিবার সকালে রংপুর জেলার ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। এসময় হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান নিয়ে এক দফা দাবিতে জমায়েত হন বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এর পরে রংপুর ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আন্দোলন চলবে আরও কঠোরভাবে। তাঁদের একমাত্র দাবি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান দিতে হবে।
আন্দোলনকারীরা বলেন, ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তারা উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরি ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতায় পড়ছেন। ডিগ্রি সমমান না থাকায় তারা নানা বৈষম্যের শিকার হচ্ছেন।
রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থী আনিকা আক্তার রিয়া বলেন, ‘আমাদের পেশা সেবাধর্মী। কিন্তু এই সেবার পেছনে যে ত্যাগ-তিতিক্ষা, তার সম্মান যেন প্রশ্নের মুখে না পড়ে। আমরা শুধু ন্যায্য স্বীকৃতি চাই। আজ যে বৈঠক আছে, সেখানে যেন দাবি মেনে নেওয়া হয়। আমরা ঘরে ফিরতে চাই, ক্লাসে ফিরতে চাই। আমাদের যেন কঠোর আন্দোলন গড়তে বাধ্য করা না হয়।’
আরেক শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ‘ডিপ্লোমা কোর্স গুলোকে ডিগ্রির সমমান না দিলে আগামী প্রজন্ম নার্সিং পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে। এর ফলে দেশের স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। আমরা অপেক্ষায় আছি ইতিবাচক খবরের। নেতিবাচক কিছু এলে এখান থেকেই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com