সংবাদ শিরোনাম :
গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন কমিটি ঘোষণা পীরগঞ্জের হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলামকে  গ্রেফতার  দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী ‎ইতিহাসের নীরব সাক্ষী বদরগঞ্জের লালদিঘী নয় গম্বুজ মসজিদ নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য- প্রেস সচিব কৃষকের কাছ থেকে আলু ক্রয় করবে সরকার: কৃষি উপদেষ্টা আমার-আপনার সবার মধ্যে যদি পরি বর্তন না হয়, তাহলে  কি দেশ পরিবর্তন হবে? : স্বাস্থ্য উপদেস্টার প্রশ্ন
রংপুরে মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা সাদ্দামসহ ৫ জন গ্রেফতার

রংপুরে মুন্না হত্যা মামলায় যুবলীগ নেতা সাদ্দামসহ ৫ জন গ্রেফতার

স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে মহানগর আওয়ামী লীগের সদস্য আতিকুল্লাহ আতিক, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দাম দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ও নগরীর ধাপ এলাকার একটি ভাড়া বাসা থেকে মাহনগর আওয়ামী লীগের সদস্য আতিকুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

নাহিদ হাসান সাদ্দাম নগরীর স্টেশন এলাকার আলম নগর বাবু পাড়ার মৃত ধলু মিয়ার ছেলে। মুন্না হত্যা মামলায় লালমনিরহাটের কালিগঞ্জ এলাকার মোস্তাফিজুর রহমান, মাহবুব, মমিনুর রহমান।

উল্লেখ, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহমুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ ১২৮ জনকে আসামি করে গত বছরের ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা দায়ের করা হয়।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com