সংবাদ শিরোনাম :
রংপুরে শুরু হলো  জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রংপুরে দুর্বৃত্তদের হামলায় হিন্দুপল্লীর ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি গুলো মেরামত করে দিচ্ছে প্রশাসন: আতঙ্ক কাটতে শুরু করেছে   উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে রংপুর  মডার্ন মোড় ব্লোকেড:  দেড় ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ  সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে সরকার যে  এজেন্ডা ঘোষণা করেছে সরকার সেটা সামাল দিতে পারছে না:  জনতার দল চেয়ারম্যান ঘুষের জন্য যে হাত বাড়াবে, তার হাত অবশ করে দেওয়া হবে: শফিকুর রহমান রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা, ৬ দাবিতে বিক্ষোভ প্রশিক্ষণ বিমান স্কুলের উপর বিধ্বস্ত, নিহত ১ রংপুরে জরাজীর্ণ সড়ক সংস্কারে জানাজ ফতুল্লায় হরতাল সমর্থনে টায়ার জ্বালিয়ে আগুন গ্রেফতার ২ সঙ্ঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা গ্রেফতার ১
ছাত্রলীগ নিষিদ্ধ, চুপ্পুর অপসারণসহ ৫ দফা না মানলে আবারও বিপ্লবের ঘোষনা রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ছাত্রলীগ নিষিদ্ধ, চুপ্পুর অপসারণসহ ৫ দফা না মানলে আবারও বিপ্লবের ঘোষনা রংপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

আওয়ামীলীগ ও ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন দাবি করে অবিলম্বে তাদের কার্যক্রম নিষিদ্ধ এবং রাষ্টপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণসহ ৫ দফা দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলন। দাবি না মানলে আবারও বিপ্লবের ঘোষনা দিয়েছে তারা।

বুধবার ( ২৩ অক্টোবর) বিকেলে নগরীর লালবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খামার মোড়, শাপলা চত্বর, গ্রান্ড হোটেল মোড়, জীবনবীমা মোড়,  জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়। মিছিলে  আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, স্বৈরাচারের দোসরা, নিপাত যাক নিপাত যাক নিপাত যাক, ছাত্রলীগ সন্ত্রাসী, নিষিদ্ধ করো করতে হবে স্লোগান দেয় তারা। পরে সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক সাজ্জাদ হোসেন, নাহিদ হাসান খন্দকার, ইমরান আহমেদ, ইমতিয়াজ ইমতি, ডা. জামিল, আলী হোসাইন প্রমুখ।

তারা বলেন, মুজিববাদী সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হলে ২৪ এর শহীদদের সাথে গাদ্দারি করা হবে। চুপ্পু বঙ্গভবনে বসে ফ্যাসিস্ট ও খুনি হাসিনাকে পাকাপোক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত। এ ধরণের একজন মানুষ স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে না। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। ৫ দফা আদায় না হওয়া  পর্যন্ত  আন্দোলন অব্যাহত থাকবে।

বক্তারা বলেন, এখনও চুপ্পুর মতো ফ্যাসিস্ট লোকজন ঘুড়ে বেড়াচ্ছে। সরকারি বেসরকারি প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও চুপ্পুর মতো দাড়িয়ে আছে। আমরা হুশিয়ার করে দিতে চাই আপনারা যদি ছাত্রদের বিপ্লবকে ঠেকাতে চান তাহলে হুশিয়ার হয়ে যান। শেখ হাসিনার মতো আপনাদেরকেও প্রতিহত করা হবে।

বক্তারা আরও বলেন, ছাত্রলীগ আওয়ামীলীগের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তাদের পক্ষে কোন ধরণের বক্তব্য  ও তৎপরতা বাংলার ছাত্র-জনতা মেনে নিবে না। প্রয়োজনে অভ্যুন্থানকে আবারও বিপ্লবে পরিনত করা হবে। বাংলার ছাত্র জনতার গায়ে একবিন্দু রক্ত  থাকতে ফ্যাসিস্ট হাসিনা ও  তার দোসরদের ঠাই দেয়া হবে না।

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com