বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ অপরাহ্ন

ঢাবি ছাত্রলীগের সম্মেলন কাল

ঢাবি ছাত্রলীগের সম্মেলন কাল

ঢাবি প্রতিবেদক:-

দীর্ঘদিন পর কাল অনুষ্ঠিত হতে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের বার্ষিক সম্মেলন।

আগামীকাল শনিবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ইতোমধ্যেই সম্মেলন ঘিরে আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত আবেদন ফরম বিতরণ ও জমাদান পর্ব শেষ হয়েছে। পদপ্রত্যাশী নেতাকর্মীরা লবিং-তদবিরে দৌঁড়াচ্ছেন। বিভিন্ন উপায়ে নিজেদের জাহির করছেন। ব্যানার-পোস্টারে নিজেদের ছবি সাঁটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনসহ দৃশ্যমান স্থানে টানিয়ে নিজেদের প্রার্থীতা জানান দিচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের চলমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের পদপ্রত্যাশী নেতাকর্মীদের ব্যনার ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

নেতৃত্বে আসতে নেতৃত্ব প্রত্যাশীদের মেলাতে হবে নানা অঙ্ক। আওয়ামী লীগ সূত্র বলছে, সামনে জাতীয় নির্বাচন। সেদিকে লক্ষ্য রেখে ছাত্রলীগের কমিটিতে ত্যাগী এবং বিভিন্ন সময় শিক্ষার্থী এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন, শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা, আন্দোলন-সংগ্রামে সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও অবদান প্রভৃতি বিষয় মাথায় রেখে নতুন নেতৃত্ব বাছাই করা হবে।

ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে আঞ্চলিকতার বিষয়টিও লক্ষণীয়। এ বছরের ফেব্রুয়ারিতে অনুমোদন দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের নেতৃত্ব। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা নেতৃত্বে এসেছেন তাদের অধিকাংশরাই কেন্দ্রীয় ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃত্বে থাকা নেতাদের অঞ্চলের বলে অভিযোগ রয়েছে। ছাত্রলীগের বিগত কয়েকটি কমিটির কেন্দ্রীয় নেতৃত্বের পরিচয় বিবেচনা করে দেখা যায়, কিছু নির্দিষ্ট অঞ্চল থেকে একাধিকবার নেতৃত্ব বাছাই করা হয়েছে।

দায়িত্বশীল সূত্র বলছে, ছাত্রলীগের নেতৃত্বে বরাবরই পরিবারের রাজনৈতিক মতাদর্শ নেতৃত্বে আসতে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে কাজ করে। পরিবারের সদস্যদের কেউ আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলে সেই নেতৃত্ব প্রত্যাশী দৌঁড়ে এগিয়ে থাকেন। এছাড়াও, পরিবারে মুক্তিযোদ্ধা থাকলেও সেটা গুরুত্ব পায়।

এছাড়াও নেতৃত্ব প্রত্যাশীদের বিরুদ্ধে ছাত্রদল, ছাত্র শিবির কিংবা বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ থাকলে সেগুলো খতিয়ে দেখা হবে বলে বলে জানিয়েছেন দায়িত্বশীল সূত্র। শিক্ষার্থী মহলে জনপ্রিয় ও ক্লিন ইমেজের প্রার্থীদের হাতেই নেতৃত্ব দিতে চায় দলীয় হাইকমান্ড।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com