•স্টাফ করেসপনডেন্ট, রংপুর
রংপুরের পীরগঞ্জে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে । আহত হয়েছে ৪ জন।
বড়দরগা হাইওয়ে থানার ওসি সোলায়মা আলী জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ জামতলায় রংপুরগামী পাবনা থেকে ছেড়ে আসা মহানগর বাসের সাথে পীরগঞ্জগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই অটোচালক ও অটোর এক যাত্রী মারা যায়। এসময় চারজন আহত হয়েছে। নিহতরা হলেন পীরগঞ্জের মহাদীপুর গ্রামের অটোচালক মোকলেছার রহমান, একই উপজেলার কিশোরগাড়ী গ্রামের রেজাউল ইসলাম। লাশ উদ্ধার করে বড়দরগা হাইওয়ে থানায় রাখা হয়েছে। বাসটিকে আটক করেছে পুলিশ।
সমামা/রংপুর
Leave a Reply