•কালীগঞ্জ করেসপনডেন্ট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মুসা ছোটনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কোপানোর সময় ছোটনের আত্মচিৎকার শুনে স্থানীয়রা ঘটনা স্থলে এসে পলাশ মিয়া নামে এক যুবককে আটক করে কালীগঞ্জ থানা পুলিশকে সোপর্দ করেছে।
মঙ্গলবার (০৪ এপ্রিল) রাতে উপজেলার শ্রুতিধর জামিরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু মুসা ছোটন উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকার মৃত আবুল কাসেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইফতারের পর একই এলাকার জহুরুল হকের ছেলে পলাশ মিয়াসহ কয়েকজন যুবক নিহত ছোটনের বাড়িতে গিয়ে জরুরি আলাপের কথা বলে তাকে জামির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিয়ে যান। এসময় তাদের আলাপচারিতায় একপর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে পলাশ মিয়াসহ উপস্থিত দুর্বৃত্তরা ছোটনকে মারধর শুরু করে। পরে ছোটনের আত্মচিৎকার শুনে স্থানীয়দের ছুটে আসতে দেখে পলাশ মিয়া ছোটনকে ধারালো ছুরি দিয়ে বিভিন্নসস্থানে কুপিয়ে পেটে ঢুকিয়ে দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় ছোটনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিকেল কলেজে চিকিৎসা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু তালেব মোঃ গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পলাশ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি তদন্তেুর পর বলা যাবে।
Leave a Reply