নীলফামারী করেসপন্ডেন্ট :-
নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসে তথ্য সংগ্রহের সময় সহকারী শিক্ষক কতৃক দৈনিক বর্তমান কথা’র জেলা প্রতিনিধি হারুন উর রশিদকে অপমানের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার ইউনিটির আয়োজনে মাগুড়া লেবু মিয়ার স্ট্যান্ড নামক স্থানে জলঢাকা রংপুর সড়কে ঘন্টা ব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান,সহ-সভাপতি কাওছার হামিদ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য সদস্য প্রমুখ।
উল্লেখ্য গত ২৭শে মার্চ মঙ্গলবার জেলার সদর উপজেলার শিক্ষা অফিসে দৈনিক বর্তমান কথা’র জেলা প্রতিনিধি ও গ্রাম পোস্ট-২৪ এর স্টাফ রিপোর্টার হারুন উর রশিদ তথ্য সংগ্রহ করতে যায়। এসময় টুপামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম মানিক তার উপর চড়াও হয়ে নানা অপমান জনক কথা বলেন।
উপস্থিত সাংবাদিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave a Reply