স্টাফ করেসপন্ডেন্ট:–
রংপুরের তারাগঞ্জের ইকরচালি ইউনিয়নের ইকরচালি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন পদে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তরে লিখি আবেদন করেছেন অভিভাবক সদস্যরা।
ডিসি, ইউএনও, জেলা ও উপজেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে দেয়া অভিযোগে অভিভাবক সদস্য একরামুল হক অভিযোগ করেন, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সভাপতি আনিছুর রহমান লিটন এবং প্রধান শিক্ষক মনোয়ারুল ইসলাম সাবু ২ জন ট্রেড এ্যসিসটেন্স, ১ জন পরিচ্ছন্নতাকর্মী ও জেনারেল ইলেক্ট্রনিক্স পদে নিয়োগ বাণিজ্যে মেতে উঠেছেন। তিনি অভিযোগ করেন প্রধান শিক্ষক ও সভাপতি ট্রেড এসিসটেন্স পদে ১৪ লাখ,পরিচ্ছন্নতাকর্মী পদে ৫ লাখ,জেনারেল ইলেকট্রনিক্স পদে ১০ লাখ টাকার লেনদেন করেছেন। কমিটির অন্যান্য সদস্যদের অনুমতি ছাড়াই প্রধান শিক্ষক ও সভাপতি সমুদয় টাকা আত্মসাত করে নিয়োগ পরীক্ষার ব্যবসা করেছেন। এতে কমিটির অন্যান্য সদস্য ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
Leave a Reply