স্টাফ করেসপনডেন্ট, রংপুর ।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর-ডালিয়া আঞ্চলিক মহাসড়ক ওরস মাহফিলের বাস সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে উল্টে ১জন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছে। শনিবার ( ১১ মার্চ) সকাল ৯ টায় এই দুর্ঘটনা হয় আঞ্চলিক ও মহাসড়কের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ খলেয়া বটতলা এলাকায়।
ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ গিয়েছে জানিয়েছেন, নীলফামারীর কিশোরগঞ্জ থেকে ওরস মাহফিল শেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফেরার পথে ওই বটতলায় একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক কষায় রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে চাপা পড়ে সুমন নামের একজন নিহত হয়। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অনন্তপুর নয়াপাড়া গ্রামের সিনজু শেখের পুত্র। এ সময় গাড়ির নিচে আটকা পড়ে যায় অন্তত ১৫ জন। বাসটির ধারণক্ষমতা ৪২ জন হলেও নেয়া হয়েছিল ৮০ জনের উপরে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে।
যাত্রীরা আরও জানিয়েছেন, বাসটি ছাড়ার সময় গাঁজা খেয়ে চালানো শুরু করেছিল ড্রাইভার।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি শেখ মাহবুব মোরশেদ জানান, বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন তিনি।
বাতায়ন২৪ডটকম।। সমামা
Leave a Reply