বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন

রংপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসি সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ আহত ২৫  

রংপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসি সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ আহত ২৫  

স্টাফ করেসপনন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

পিঠা উৎসবে বসা নিয়ে বিরোধের জেরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসির মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিনত হয় রংপুর মহানগরীর পার্কের মোড়ে এলাকা।  টিয়ারশেল ও রাবার বুলেট ছূড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। বৃহস্পতিবার ( ২ ফেব্রুয়ারী) সন্ধা পৌনে ৯ টা থেকে পৌনে ১০ টা পর্যন্ত ঘটে এই সংঘর্ষ। এসময় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শিক্ষার্থী এলাকাবাসি ও পুলিশ সূত্র জানিয়েছে, ৩১ জানুয়ারী ক্যাম্পাসে পিঠা উৎসবের দিন পার্কের মোড়ের একটি চায়ের দোকানে বসা নিয়ে শিক্ষার্থী এবং পার্কের মোড় এলাকার যুবকদের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতন্ডা হয়। এরই জেরে বৃহস্পতিবার সন্ধার পর পার্কের মোড়ে এলাকার কয়েক যুবক ক্যাম্পাসে ঢুকে লোক প্রশাসন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী রবিন রানাকে তুলে পার্কের মোড়ে নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে হল এবং মেস থেকে শিক্ষার্থীরা লাঠি শোঠা নিয়ে বের হয়ে আসে। শুরু হয় এলাকাবাসির সাথে ধাওয়া -পাল্টা ধাওয়া সংঘর্ষ। পুরো এলাকা পরিনত হয় রণক্ষেত্রে। আতংক ছড়িয়ে পড়ে সবখানে। বন্ধ হয়ে যায় লালমনিরহাট-কুড়িগ্রামের সাথে সড়ক যোগাযোগ। এলাকার যুবকরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢিল ছোড়ে ও ভাংচুরের চেস্টা চালায়।

খবর পেয়ে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবারবুলেট নিক্ষেপ করে পৌনে ১০ টার দিকে ঘটনাস্থল নিজেদের নিয়ন্ত্রণে নেয়। দুই পক্ষের সংগর্ষ এবং পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ শিক্ষার্থীর অবস্থা গুরুতর। তারা হলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী মাসুদ এবং ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ফারুক। তাদেরসহ মোট চার শিক্ষার্থীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া এবং হামলার বিচার না হলে আন্দোলনে যাবেন তারা।

ঘটনাস্থলে উপস্থিত রংপুর মেট্রোপলিন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু  মারুফ হোসেন জানান, লাঠিচার্জ , কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

 বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর দাবি এ ঘটনায় চারজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের হসপিটালে নেয়া হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটলো এবং সমঝোতা করা যায় কিনা ভাবা হচ্ছে।

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com