বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩ অপরাহ্ন

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রকোপ বৃদ্ধিতে ঢাবি সাংবাদিক সমিতির উদ্বেগ

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রকোপ বৃদ্ধিতে ঢাবি সাংবাদিক সমিতির উদ্বেগ

ঢাবি প্রতিবেদকঃ-

সংবাদ প্রকাশের জেরে দেশের জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকারসহ সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় আইসিটি আইনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এসব মামলা প্রত্যাহার ও আইনটি বিলুপ্ত করার আহবান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সাংবাদিকরা যখন সোচ্চার ঠিক তখনই সরকারের বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা একটি অসাধু চক্র নিজেদের দুর্নীতি-অনিয়ম-অপরাধ ঢাকতে সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। ওই চক্রটির কর্মকান্ড সরকারের স্বাধীন সংবাদ মাধ্যম নীতিকে প্রশ্নবিদ্ধ করছে।

সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা ও হয়ারানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহবান জানিয়ে নেতারা বলেন, স্বাধীন দেশে গণমাধ্যমের ওপর এমন নগ্ন হামলা বন্ধ না হলে সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

প্রসঙ্গত, গত বছরের ১৬ নভেম্বর ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট। সংবাদটির জের ধরে গত ৮ জানুয়ারি ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে গাইবান্ধায় হয়রানিমূলক, মিথ্যা চাঁদাবাজি ও আইসিটি আইনে মামলা করেন চেয়ারম্যান মোসাব্বির।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com