ঢাবি প্রতিবেদক:-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগেরর নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক ড. ছালমা নাছরীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. মো. শরীফুল ইসলাম।
অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিভিন্ন ক্ষেত্রে গণিতের মৌলিক ও প্রায়োগিক ব্যাবহারের গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষার্থীদের পরিকল্পনা ও লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বায়নের যুগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের বিভাগের পাশাপাশি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকেও জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলে সাধারণ মানুষের কল্যাণে এবং দেশ ও জাতির উন্নয়নে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply