লালমনিরহাট করেসপন্ডেন্টঃ-
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার অসহায় ছাত্রদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ) সন্ধ্যার দিকে উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার অসহায় ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ কৃত কম্বল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বিতরণের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ফেরদৌস আহমেদ, চলবলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু এবং সংশ্লিষ্ট এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম বলেন, কোন অসহায় এতিম ও হতদরিদ্র ছাত্ররা কষ্ট পাবেনা। সমাজের বিত্তবানরার মোটা কম্বল মুড়িয়ে ঘুমাবে আর হতদরিদ্র এতিম ছাত্ররা শীতে কষ্ট পাবে তা হবেনা। উপজেলার সকল এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার অসহায় ছাত্রদের মাঝে সরকারি উদ্যোগে শীত নিবারনে কম্বল পৌছে দেয়া হবে। তিনি এমন দুর্গম জনপদে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ধন্যবাদ জানায়।
Leave a Reply