সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:৩৩ অপরাহ্ন

কালীগঞ্জে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার অসহায় ছাত্রদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

কালীগঞ্জে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার অসহায় ছাত্রদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

লালমনিরহাট করেসপন্ডেন্টঃ-

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার অসহায় ছাত্রদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ) সন্ধ্যার দিকে উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার অসহায় ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ কৃত কম্বল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বিতরণের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) ফেরদৌস আহমেদ, চলবলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু এবং সংশ্লিষ্ট এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম বলেন, কোন অসহায় এতিম ও হতদরিদ্র ছাত্ররা কষ্ট পাবেনা। সমাজের বিত্তবানরার মোটা কম্বল মুড়িয়ে ঘুমাবে আর হতদরিদ্র এতিম ছাত্ররা শীতে কষ্ট পাবে তা হবেনা। উপজেলার সকল এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার অসহায় ছাত্রদের মাঝে সরকারি উদ্যোগে শীত নিবারনে কম্বল পৌছে দেয়া হবে। তিনি এমন দুর্গম জনপদে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারকে ধন্যবাদ জানায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com