সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাত না করায় নির্যাতনে মৃত্যুর অভিযোগ:পৌনে ৭ মাস পর তোলা হলো তরুণীর লাশ এরশাদ ছিলেন আধুনিক ও উন্নত বাংলাদেশের রূপকার:  মোস্তফা আলুর ন্যায্যমূল্যেসহ ৭ দফা দাবিতে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান রমজানে যেন মানুষের কষ্ট না বাড়ে ব্যবসায়ীদের প্রতি ডিসির অনুরোধ ‘কক্ষে প্রবেশে অনুমতির প্রয়োজন নেই’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত তারাগঞ্জের ইকরচালি উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগে বাণিজ্যের অভিযোগ গংগাচড়ায় উপবৃত্তিতে নাম অন্তর্ভুক্ত করার জন্য, টাকা আদায়ের অভিযোগ বর্ণিল আয়োজনে লালমনিরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিক পালন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
ঢাবির আরবি বিভাগের পুনর্মিলনী শনিবার

ঢাবির আরবি বিভাগের পুনর্মিলনী শনিবার

ঢাবি প্রতিবেদকঃ-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা আগামীকাল শনিবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে দিনব্যাপী এ অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরবী বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ।

দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকছে সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের পরিচিতি, শোভাযাত্রা, বিভাগের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দোয়া ও মুনাজাত, এজিএম, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন।

অনুষ্ঠানটি স্মৃতিমুখর ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনে বিভাগটির সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন পুনর্মিলনী ও এজিএম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল কাদির ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com