ঢাবি প্রতিবেদকঃ-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা আগামীকাল শনিবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে দিনব্যাপী এ অনুষ্ঠান। বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরবী বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকছে সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের পরিচিতি, শোভাযাত্রা, বিভাগের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য দোয়া ও মুনাজাত, এজিএম, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন।
অনুষ্ঠানটি স্মৃতিমুখর ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে বিভাগটির সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন পুনর্মিলনী ও এজিএম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল কাদির ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।
Leave a Reply