স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর ।। বাতায়ন২৪ডটকম।।
এবার মুয়াজ্জিনদের সংবর্ধনা দিলো রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের তরুণ যুব সংঘ।
রোববার (১৫ জানুয়ারি) বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অত্র ইউনিয়নের সকল মসজিদের মুয়াজ্জিনদের উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়। এসময় বড়বালা ইউনিয়ন চেয়ারম্যান তারিকুল ইসলাম সরকার (স্বপন) সকল মুয়াজ্জিনদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। উক্ত মাহফিলে মুফতি মাওলানা জাহাঙ্গীর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা জহিরুল ইসলাম জিহাদী ।
জানা যায় এর আগে গত ২ নভেম্বর ইউনিয়নের রানু সরকার ও বেলায়েত হোসেন নামের দুই যুবক মাহফিল ও এই ব্যাতিক্রমি আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। পরে এবিষয়ে তরুণ যুব সংঘের সাথে আলোচনা করলে সকলের সাড়া ও সমর্থন পান। পরে তরুণ যুব সংঘের সকল সদস্য ও জনসাধারণের সার্বিক সাহায্য সহযোগীতায় অনুষ্ঠিত হয় মুয়াজ্জিনদের সংবর্ধনা ও তাফসিরুল কুরআন মাহফিল
বাতায়ন২৪ডটকম।।
Leave a Reply