বদরগঞ্জ সংবাদদাতাঃ-
রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বদরগঞ্জ পৌর শহরের ১৩ নং রেল ঘুমটি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে পার্বতীপুর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল ট্রেনের ছাদের ওপর ছিলেন ৫-৭জন তরুণ। তারা ওই ছাদে চলন্ত ট্রেনে লাফাঝাপা করছিলেন। এসময় ওই তরুণ মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.তাব্বাসুম জানান, ওই তরুনের বাম হাত কাটা পড়েছে। ৫.৫০ মিনিটে হাসপাতালে আসে। পৌছার আগেই তার মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply