কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ-
লালমনিরহাটের কালীগঞ্জে ২০২১-২০২২ অর্থবছরের এডিবির অর্থায়নে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ কাকিনা গ্রামের লালমনিরহাট বুড়িমারী মহসড়ক সংযোগ সড়ক আলহাজ্ব সমশের আলী চাতাল হইতে তছলিমের বাড়ি পর্যন্ত ১০০ মিটার রাস্তা নির্মাণ কাজ শেষে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় রাস্তাটি উদ্ধোধন করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাজনীন রহমান। এসময় তিনি আরও ১০০ মিটার রাস্তা করার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক, উত্তর বাংলা কলেজের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, সাবেক ফুটবলার আবু বকর সিদ্দিক, সহকারী শিক্ষক ইউসুফ আলী, ব্যাবসায়ী গোলাম মোস্তফা মিলন, রফিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply