সেলিম সরকার,বদরগঞ্জঃ-
রংপুরের বদরগঞ্জে জাতীয় পার্টির (এরশাদ) সাংগঠনিক কার্যক্রম জোড়দার করণ ও দলকে শক্তিশালীকরণের লক্ষ্যে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক, যুগ্ন আহবায়ক, সদস্য সচিব ও সদস্য নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনার মাধ্যমে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যদের নাম ঘোষণা করা হয়।
উপজেলার জাতীয় পার্টির (জাপা) পূর্বের কমিটি বিলুপ্ত করে আলহাজ্ব অধ্যাপক মোঃ মোফাজ্জল হোসেন সরদার কে আহ্বায়ক, মোহাম্মদ মোস্তাকুর রহমান মোস্তাক, সাইদুল হক মেম্বার ও আশরাফুল আলমকে যুগ্ন- আহবায়ক করা হয়েছে।
মাসুদ রানা সরকার কে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
৭১ বিশিষ্ট সদস্য আলহাজ্ব আনিসুল ইসলাম মন্ডল সাবেক সংসদ সদস্য ( রংপুর ২) এডভোকেট মোকাম্মেল হক চৌধুরী, আকমল হোসেন, শওকত চৌধুরী, হেনা মোহাম্মদ ফেরদৌস, সাজেদুর রহমান বুলু, মনোয়ার হোসেন সেভেন্টি, মেজবাউল আলম সাবু, আলহাজ্ব ওয়াহেদ আলী,আব্দুর রাজ্জাক, রমজান আলী, আলহাজ্ব মোসাব্বিরুল হক, আব্দুল হালিম মেম্বার, মুজিবুল হক, আনোয়ার হোসেন সুজন, আফজাল হোসেন, আব্দুল হক, মজিবুল হক, মোকসেদুল সরকার, শওকত আলী, মাহবুবুর রহমান মাহাবুব, আব্দুল মতিন সরকার জুয়েল, ইসমাইল হোসেন,লাজুক খোকন, আজাহারুল ইসলাম গামা,আক্তারুল, আঃ গনি,রুস্তম আলী,আলতাফ হোসেন, সেরাজুল, মসিউর রহমান,গোলাম রব্বানী, দলিরুর রহমান গেল্লু,আতাউজ্জামান, রাহানুল,সামসুল,শাহনাজ আলী, হুমায়ন কবির, আঃ সালাম, চিনু মিয়া,আফজাল হোসেন, মমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, আলমগীর কবির,কামরুজ্জামান, মোস্তাফিজার রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম,ফজলুর রশিদ, সুজানুর রহমান, মুকুল সর্দার,আঃ রহিম, ওহেদুর রহমান ডিসি,হামিদুল হক কিনু, ওবায়দুল হক সরদার, আবু তাহের, মশিউর রহমান, হায়দার আলী, রফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম, শেখ জোবাইদুর রহমান, আরিফুজ্জামান আরিফ।
এ বিষয়ে সাবেক সাংসদ আনিসুল ইসলাম মন্ডল বলেন,”কেন্দ্র এবং জেলা কমিটি মনে করেছে বদরগঞ্জ- তারাগঞ্জে পরিবর্তন প্রয়োজন তাই যোগ্য ব্যক্তি বিবেচনা করে কমিটি দিয়েছে।একই পরিবারে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি তাহলে দলের কোন মর্যাদা থাকলো না তাই কেন্দ্রীয় ও জেলা কমিটি এটি করেছে।”
Leave a Reply