নিজস্ব প্রতিবেদকঃ-
রংপুর নগরীর শালমারায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির কর্মচারীর উপর মধ্যযুগীয় কায়দায় সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রতিপক্ষ ।
গত মঙ্গলবার সকালে (১০ জানুয়ারি) রংপুর সিটি কর্পোরেশনের হাজির হাট থানা এলাকার শালমারা এলাকায় বাড়ি থেকে নিজ কর্মস্থলে যাওয়ার সময় জমি জমা সংক্রান্ত জের ধরে রাজু মিয়াকে বেধড়ক মারপিটের পর হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী।
মামলা সুত্রে জানাগাছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী রাজু মিয়ার পরিবারের সাথে প্রতিপক্ষ শহিদুল ইসলাম গং’এর সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। পূর্ব শত্রুতার জেরে প্রতিনিয়ত রাজুর পরিবারের লোকজনকে অকাথ্য ভাষায় গালাগালিসহ হুমকি দিয়ে আসছিলো বিবাদীগন। এরই একপর্যায়ে প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে রাজু মিয়া অফিস যাওয়ার জন্য বের হলে তার উপর হামলা চালায় শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও সেরাতুন নেছা সহ তাদের লোকজন। আহত রাজুকে উদ্ধার করতে গেলে তার পরিবারের উপর ও হামলা চালায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় এলাকাবাসী। এঘটনায় হাজিরহাট থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে আহত রাজুর স্ত্রী রুমি বেগম।
এ ঘটনায় স্থানীয়দের দাবি দ্রুত আসামিদের আটক করে আইনের আওতায় নেওয়া হোক কিন্তু ঘটনার কয়েকদিন পেলেও এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।
হাজিরহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব বসুনিয়া জানান, হামলার ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply