ঢাবি প্রতিবেদক:-
বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর গণ অবস্থান কর্মসূচির জবাবে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।
বুধবার সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের নেতৃত্বে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন তাদের সাথে যোগ দেন। পরে তাদের সাথে মাজহারুল কবির শয়ন ও তানভীর হাসান সৈকতের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখা এবং রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা যোগ দেন।
এসময় তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্য বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সকাল ১১টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি বিরতিহীনভাবে বিকেল ৩ টা পর্যন্ত চলে।
এসময় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, বিএনপি-জামায়াত হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির প্রতিশব্দ। তাদের অগ্নিসন্ত্রাস, যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড ও দেশবিরোধী অপতৎপরতা রুখতে ছাত্রলীগ বদ্ধপরিকর। বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ সমাজ বিএনপি-জামায়াতের যেকোনো গণ হয়রানিমূলক কর্মকাণ্ড কঠোর হাতে প্রতিরোধ করবে। সে জন্যই তাঁরা শাহবাগে অবস্থান নিয়েছেন।
ঢাবি শাখার সাধারন সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত অগ্রযাত্রাকে নস্যাৎ করার পাঁয়তারা করছে বিএনপি-জামায়াত। তাদের মোকাবিলা করার বিষয়টিকে ছাত্রসমাজ নৈতিক দায়বদ্ধতা বলে মনে করে। সেই জায়গা থেকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখা, নিজেদের ভবিষ্যৎকে নিরাপদ রাখার স্বার্থে ছাত্রসমাজ অপশক্তিকে প্রতিরোধের জন্য সতর্ক অবস্থান নিয়েছে।
Leave a Reply