মোঃ সাজু মিয়া,কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধিঃ-
উদ্বোধনের চার বছর পর বড় যানবাহন চলাচলের জন্য বুধবার ব্যারিকেড খুলে দেয়া হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে নিমিত শেখ হাসিনা সেতু।
বুধবার (১১ জানুয়ারী) দুপুরে হঠাৎ করে লালমনিরহাটের এলজিইডির নির্বাহী প্রকৌশলী, কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও কালীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে ব্যারিকেড ভেঙে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।
এলজিইডি লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মনজুর কাদের ইসলাম জানান, গত মার্চ মাসে আমি যোগদান করেছি তখন থেকে এই ব্যারিকেট উঠানোর চেষ্টা করি গতকাল প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে আজ ব্যারিকেড খুলে দেয়া হলো। সড়কটি মজবুত আছে যে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে।
কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা জহির ইমাম জানান, এই রাস্তায় ভারী যানবাহন চলাচল করলে কোন অসুবিধা হবে না আর এই ব্যারিকেড এলজিইডির কোন অনুমোদিত ব্যারিকেট ছিল না। এটা ভেঙে ফেলা হল যদি অননুমোদিত ভারী যানবাহন চলাচল করে সেজন্য এখানে পুলিশ মোতায়েন থাকবে।
উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রামে অবস্থিত বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানের দূরত্ব কমিয়ে আনতে তিস্তা নদীর ওপর শেখ হাসিনা সেতু (দ্বিতীয় তিস্তা সড়ক সেতু) নির্মাণ করা হয়। ২০১২ সালের ১২ এপ্রিল সেতুটির নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্য, ফুটপাতসহ ৯ দশমিক ৬ মিটার প্রস্থের দ্বিতীয় তিস্তা সড়ক সেতুতে রয়েছে ১৬টি পিলার, ১৭টি স্প্যান, ৮৫টি গার্ডার। একই বরাদ্দে সেতুটি রক্ষার জন্য উভয় পাশে ১ হাজার ৩০০ মিটার নদী শাসন করে বাঁধ নির্মাণ করা হয়। ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করেন।
Leave a Reply