রংপুর অফিস:-
রংপুরের তারাগঞ্জে এ্যম্বুলেন্স, ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন মারা গেছে। আহত হয়েছে অন্তত আরও ২ জন।
রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৭ টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছিড়া ব্রিজের পাশে এই দুর্ঘটনা হয়। এসময় রংপুরগামী ট্রাক এ্যম্বুলেন্সের সাথে সৈয়দপুরগামী একটি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এতে ঘটনাস্থলেই চারজন এবং তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পার আরও ১ জন মারা যায়।
মৃত্যরা হলেন তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউপির শেরমস্তে ভবানীগঞ্জ গ্রামের সহির উদ্দিন(৪০),পাতিলডাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম(৩৮), শুকলাল বাসফোর(৫০),শেরমোস্ত বানিয়াপাড়ার আজানুর রহমান(৪৫),বাঙালীপুর গ্রামের হাবিবুল্লা(৪৫)।
এঘটনায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করছে
Leave a Reply