• স্টাফ করেসপনডেন্ট, রংপুর |বাতায়ন২৪.কম
নিখোঁজের ৯ দিন পর হাবিবুর রহমান (২৩) নামের ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গার দোলার ডিবিএল ইটভাটার দক্ষিণ পাশের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
তারাগঞ্জ থানাার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর বানিয়াপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হাবিবুর রহমান গত ৩১ আগস্ট ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজেন। না পেয়ে ৪ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার।
ওসি আরো জানান, পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা একই ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), মোফেকুর রহমান (২৩), ও সোহাগ হোসেন (৩৫) কে শুক্রবার দিবাগত রাতে করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যায় তথ্য। তাদের দেওয়া তথ্যে ফাজিলপুর ডাঙ্গার দোলা ডিবিএল ইটভাটার দক্ষিণ পাশের মাঠ থেকে হাবিবুরের বস্তাবন্দী লাশ উদ্ধার করি। এ ঘটনায় হাবিবের পিতা ওয়াহিদ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
ওসি জানান, হত্যার পর লাশ গুম করতে বস্তাবন্দী করে বিলের মধ্যে রাখা হয়েছিল।
হাবিবের পিতা ওয়াহিদ আলী জানান, আমার সন্তান হত্যাকারীদের আমি সেরকম বিচার চাই,ভাবে তারা আমার সন্তানকে হত্যা করেছে, সেরকম। উপার্জনের কেউ রইল না আমাদের ।
Leave a Reply