স্টাফ করেসপনডেন্ট, রংপুর
বাতায়ন২৪ডটকমঃ অটো রিক্সার লাইসেন্সের নামে টাকা নিয়ে প্রতারণা এবং বালু উত্তোলনের দুটি মামলায় রংপুর সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন লুতু (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আরপিএমপি হাজিরহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান, কাউন্সিলর লুতুর বিরুদ্ধে সিটি করপোরেশনের অটো রিকশার লাইসেন্স দেয়ার নামে টাকা গ্রহণ এবং লাইসেন্স ও টাকা ফেরত না দেয়ার অভিযোগে একটি প্রতারণা মামলা জিআর নং-০৪/২২) এবং অবৈধভাবে বালু উত্তোলনের মামলায় ( জিআর নং-৭১/২২) ওয়ারেন্টভুক্ত ছিলেন । তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কাউন্সিলর মহানগরীর হাজিরহাট কামদেবপুর এলাকার মৃত মজিবুর রহমানের পুত্র। তিনি রংপুর সিটি কর্পোরেশনের বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর।
তবে এ ব্যাপারে কাউন্সিলর জয়নাল আবেদীন লুতু বলেন, দুটি মামলাই মিথ্যা ও বানোয়াট। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ এসব মামলা করেছে। সত্য মিথ্যার লড়াই হবে জামিনের পর মাঠে।
বাতায়ন২৪ডটকম/সমামা
Leave a Reply