হাসান আলী:-
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘হাজারো কণ্ঠে দেশগান’ শীর্ষক সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছায়ানটের যৌথ উদ্যোগে
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিবেশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় ছায়ানটের শিল্পী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী সহ হাজারো মানুষের উপস্থিতিতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
Leave a Reply