নিজস্ব প্রতিবেদক:-
র্যাবের দাবি বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ স্বেচ্ছায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছেন । এ দাবির বিষয়ে প্রমাণ দেখতে ফারদিনের সহপাঠীরা র্যাবের সদরদপ্তরে গিয়েছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলায় র্যাবের কার্যালয়ে যান তার সহপাঠীরা।
এর আগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ৩ ঘণ্টা বৈঠক করেন বুয়েট শিক্ষার্থীরা।
বৈঠক শেষে ডিবির তদন্তে সন্তোষ প্রকাশ করে বুয়েট শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ডিবি কর্মকর্তারা আমাদের ফারদিনের তদন্তের আলামতগুলো দেখিয়েছেন, সবকিছু দেখে আমাদের কাছে বিষয়গুলো প্রাসঙ্গিক মনে হয়েছে। আমাদের মনে হয়েছে তদন্তে ডিবি তাদের বেস্ট এফোর্ট দিয়েছে। তবে কিছু গ্যাপ আছে। যেগুলো হয়ত আগামীতে সমাধান করবেন তারা।
Leave a Reply