•সেলিম সরকার,রংপুর
রংপুরে প্রধানমন্ত্রীর আগমন ও বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে জেলা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুলাই ২৩) দুপুর ১২ টার দিকে নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় বঙ্গবন্ধুর মুরালে এসে শেষ হয়। সেখানে এক মিনিট নীরবতা পালন ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন করে নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা বাবু লক্ষিন চন্দ্র দাস, সাবেক যুবলীগ সদস্য ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর পরিচালক ডিজেল আহমেদ, জেলা আওয়ামী যুবলীগের সাবেক অন্যতম সদস্য জাহিদুল ইসলাম বাবু, নওশাদ হোসেন রাজু, সাবেক অন্যতম যুবনেতা মাহফুজুর রহমান মিলনসহ জেলা ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply