শনিবার, ০৩ Jun ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে ফেনসিডিল, এসকাপ সিরাপসহ আটক ১ দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়া হয়েছে রংপুর হাসপাতালের দক্ষিণ দিকের গেট রংপুরের বদরগঞ্জে ভিন্ন ভিন্ন ভাবে পালিত হল জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎবার্ষীকি কালীগঞ্জে মাদক বিরোধী প্রচারণামূলক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত বাংলার বুকে এক টুকরো লুসাই গ্রাম, প্রবেশ ফি ৩০ টাকা অনিয়ম ও দূর্নীতির অভিযোগের কারণে নয়,নাম ও রোল নম্বর ভুলের কারণে পরীক্ষা ফলাফল স্থগিত করা হয়েছে। ভাড়া নিয়ে বিতর্কে রোকেয়া ভার্সিটির শিক্ষার্থীকে মারধোর, প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ বদরগঞ্জে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু পুলিশের বেঁধে দেয়া রুটেই বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের ঢল রংপুরে ভিশন স্পেশালাইজড হাসপাতালে ভুল অপারেশনে যুবকের মৃত্যুর অভিযোগ
বড়দরগা পারফেক্ট এডুকেশন সেন্টারের এসএসসি ২০২৩ ব্যাচের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল

বড়দরগা পারফেক্ট এডুকেশন সেন্টারের এসএসসি ২০২৩ ব্যাচের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানাধীন বড়দরগা পারফেক্ট এডুকেশন সেন্টারের এসএসসি ব্যাচ ২০২৩ এর মোট ১০০ জন শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩টায় বড়দরগা পারফেক্ট এডুকেশন সেন্টার প্রাঙ্গনে এ বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর মহানগর শাখার সভাপতি সাংবাদিক রুস্তম আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন-অর রশিদ বাবু, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শাহীন মির্জা সুমন ইউপি সদস্য ৯নং ওয়ার্ড ১নং কল্যাণী ইউনিয়ন, পীরগাছা রংপুর।অনুষ্ঠান টি পরিচালনা করে বড়দরগা অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মোঃ সুমন পারভেজ।

অত্র প্রতিষ্ঠানের এসএসসি শিক্ষার্থীদের টেষ্ট পরীক্ষার মাধ্যমে যারা ১ম,২য়,ও ৩য় স্থান অর্জান করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং সকল শিক্ষার্থীদের মাঝে কলম, ফাইল, জ্যামিতি বক্সসহ অন্যান্য পরিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

পারফেক্ট এডুকেশন সেন্টার এর শিক্ষক মানিক মিয়ার সঞ্চালনায়, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মোহাম্মদ সিয়াম এবং গীতাপাঠ করেন শিক্ষার্থী অনন্যা সরকার। পরবর্তী অনুষ্ঠানের সভাপতির সুচনা বক্তব্যের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় বিকেল তিনটায়। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন অত্র স্কুলের সহকারী শিক্ষক মোঃ আরিফুর ইসলাম আরিফ, মোঃ আজম, মোঃ মারজান, মোঃ রাইসুল ইসলাম,  মোঃ সাখাওয়াত হোসেন,  মোঃ মানিক মিয়া,  মোঃ নাইমুর নাইম মোঃ কামাল হোসেন, মোঃ সজিব, সহকারী শিক্ষিকা মোছাঃ লাবনী আক্তার, মোছাঃ রুবিনা আক্তার, মোছাঃ সুমি আক্তার, মোছাঃ সাথী আক্তার, মোছাঃ আরফিন আক্তার (আশা), মোছাঃ শামীমা আক্তার,  মোছাঃ কাইফা আক্তার, মোছাঃ নিলুফা বেগম, মোছাঃ লামিয়া আক্তার প্রমুখ।

সভাপতি রুস্তম আলী সরকার তার সুচনা বক্তব্যে বলেন, বিদায়  হলো একটি সিড়ি বদলের সুত্র মাত্র। দু:খ পাবার জন্য নয় সাফল্যের এই বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে। সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক তোমাদের আগামীর পথচলা এটাই কামনা রইলো।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক হারুন-অর-রশিদ বাবু বলেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি ততো উন্নত, তবে শুধু বড়বড় ডিগ্রি থাকলেই হবেনা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের জন্য কাজ করতে হবে। আজকে যারা বিদায় নিচ্ছো তোমরাই আগামীর ভবিষ্যৎ তোমরাই নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশে। তোমাদের সফল্য কামনা করছি, স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে তোমরা এটাই প্রত্যাশা আমাদের।

পারফেক্ট এডুকেশন সেন্টারের পরিচালক অধ্যক্ষ সুমন পারভেজ শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলি শিখিয়ে দেয়ার পাশাপাশি উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com