•মিঠাপুকুর করেসপন্ডেন্ট
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। বৃহস্পতিবার (২৫এপ্রিল) আনুমানিক রাত ১০টা থেকে উপজেলার ৭নং লতিবপুর ইউনিয়নের বউ বাজার এলাকায় প্রেমিক লিটন ইসলামের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।
প্রেমিক লিটন ইসলাম ওই গ্রামের মোঃ ফকরুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ওই কলেজছাত্রী রংপুরের
শাপলা ট্রাক স্টান্ড,আকালীটারি গ্রামের বাসিন্দা। তিনি কারমাইকেল কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর প্রেমিক লিটন ইসলাম বাড়ি থেকে পালিয়েছেন।
ওই কলেজছাত্রী জানান, ৫ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক লিটন ইসলাম তাকে একাধিকবার ধর্ষণ করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই লিটনকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। ঈদুল ফিতরের পরের দিন মিঠাপুকুর উপজেলায় দেখা করে তিনি লিটনের বাড়িতে এবং বন্ধু বান্ধবদের বিষয়টি জানান। ওই সময় তারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নানা টালবাহানা করে পাঠিয়ে দেন। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই কলেজছাত্রী।
পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক লিটন ইসলামের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই সুজন ইসলাম বলেন, তার ভাইয়ের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক নেই।
ইউনিয়নের ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে আলোচনা চলছে। দুই পক্ষই মীমাংসায় রাজি হয়েছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার (অপারেশন) ওসি আবু বক্কর সিদ্দিক জানান, এ নিয়ে ওই কলেজছাত্রী এখনো থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
Leave a Reply