•স্টাফ করেসপন্ডেন্ট,রংপুর
পবিত্র রমজান উপলক্ষে শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্ট অর্গানাইজেশন (বিএনএসও) নামের একটি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী ক্রীড়া সংগঠন।।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রংপুর শহরের প্রেসক্লাব এলাকায় ইফতার শুরুর ঠিক আগ মুহূর্তে সড়কে চলমান যানবাহন ও পথচারীদের হাতে ইফতার পৌঁছে দেওয়া হয়েছে সংগঠনটির উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের রাষ্ট্রবিভাগ বিজ্ঞান বিভাগের শিক্ষক এমএ রউফ খান,বিএনএসও’র উপদেষ্টা মাসুম বিল্লাহ,এডভোকেট রায়হানসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ রানা বলেন,যে সেবামূলক মন থেকে আমরা সংগঠনটির কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সে অভিপ্রায় থেকেই এই কার্যক্রম হাতে নিয়েছি। আশা করছি সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও রোজাদারদের দোয়া আমাদের সামনের পথচলাকে সফল ও সুন্দর করে তুলবে।
কারমাইকেল কলেজের শিক্ষক এম এ রউফ খান বলেন, বিএনএসও’র এমন উদ্যোগ প্রশংসনীয়। অসহায়,দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রমজানের প্রকৃত শিক্ষা।
Leave a Reply