বাতায়ন২৪ডট কম:-
বীর মুক্তিযোদ্ধারা জাতির গর্বিত সন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এ দেশের স্বাধীনতা অর্জন ও লাল সবুজের মানচিত্র এনে দিয়েছেন। তাদের অবদান ভোলার মতো নয়। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করছে, যা অন্য কোনো সরকার করেনি।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেছেন।
মহীউদ্দীন খান আলমগীর আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে উন্নীত করেছেন। তার এই উন্নয়নের ধারাকে নস্যাৎ করার জন্য বিএনপি বিভিন্নভাবে পাঁয়তারা করছে। বিএনপি দেশটাকে লুটে খেয়েছে। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়ন করেছে। তাই জনগণ আওয়ামী লীগ সরকারকে গ্রহণ করেছে। জনগণ আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করে দেশকে আরও এগিয়ে নেবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব-উল আলমের পরিচালনায় আরও অনেকে এ অনুষ্ঠানে বক্তব্য দেন।
Leave a Reply