বাতায়ন,ময়মনসিংহ:-
ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বেলা ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামীকাল শনিবার। এতে চার থেকে পাঁচ লাখ লোকের সমাগম হবে বলে আশা করছেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে তৈরি করা হয়েছে নৌকার আদলে মঞ্চ। বিশাল আকারের মঞ্চটির দৈর্ঘ্য ১২০ ফুট এবং প্রস্থ ৩২ ফুট।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সামনে জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন , ‘আমরা আশা করছি চার লাখ থেকে পাঁচ লাখ লোক সমাগম হবে এ সম্মেলনে।জামায়াত ও বিএনপির যড়যন্ত্রমূলক আন্দোলন অতীতে যেমন করে আওয়ামী লীগ রুখে দিয়েছে, ভবিষ্যতেও তা রুখে দিতে হবে। সে জন্য দলের সংগ্রামী ব্যক্তিদের কমিটিতে রাখতে হবে।
সম্মেলন উপলক্ষে নগরের বিভিন্ন রাস্তায় তোরণ নির্মাণ করা হয়েছে। লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন। বিশেষ করে সার্কিট হাউস মাঠের আশপাশের সড়কগুলোতে ব্যাপক প্রচার দেখা যাচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া আরও কয়েক জন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা আছে।
Leave a Reply