বিনোদন প্রতিবেদক:-
আট বছর ধরে প্রতিবছরের ১ ডিসেম্বর চ্যানেল আই চত্বরে ‘ব্যান্ড মিউজিক ফেস্ট’ উদ্যাপন করা হয়েছে। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্বপ্ন দেখেছিলেন, বছরের একটি দিন হবে ব্যান্ড সংগীতের, তাঁর সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছিল চ্যানেল আই।সেই আয়োজনে এবার চ্যানেল আইয়ের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
বৃহস্পতিবার সকালে চ্যানেল আই প্রাঙ্গণে আইয়ুব বাচ্চুর স্বপ্নের ‘ব্যান্ড মিউজিক ডে’ ঘোষণা করেছেন চ্যানেল আই ও বামবা। এ আয়োজনের উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার।বাচ্চুর স্ত্রী বলেন, বাচ্চু নেই, তবে বাচ্চুর কাজটা তার সঙ্গীরা এত দূর নিয়ে এসেছে, আর্মি স্টেডিয়াম পর্যন্ত। সে জন্য তার সহশিল্পীদের সালাম জানাই। আর্মি স্টেডিয়ামে এমন আয়োজন আপনারা সব সময় চালিয়ে যাবেন। আর সব শিল্পীরা একসাথে থাকবেন। এক ছাতার নিচে থাকবেন। এটা আমার চাওয়া।
এ আয়োজনের অংশ হিসেবে শুক্রবার আর্মি স্টেডিয়ামে ‘ব্যান্ড মিউজিক ফেস্টে’ গাইবে নগরবাউল, মাইলস, সোলস, ওয়ারফেইজ, রেনেসাঁ, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিংস, ক্রিপটিকফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ।
Leave a Reply