বাতায়ন ২৪ডটকমঃ
ছাত্রলীগরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষণিরে যৌথ সম্মলেন উৎসবমুখর পরবিশেে শুরু হয়ছে।ে এই দুই ইউনটিে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পতেে আগ্রহী র্প্রাথীর সংখ্যা ৩০০ জন।
রাজধানীর সোহরাওর্য়াদী উদ্যানে আজ শুক্রবার বলো সোয়া ১১টার দকিে এই সম্মলেন শুরু হয়। সম্মলেন উপলক্ষনোনা রঙরে ট-ির্শাট পরে সকাল ৯টায় সমাবশেস্থলে আসতে থাকনে নতো-র্কমী ।পাশাপাশি তাঁরা সম্মলেনরে সফলতা কামনা করওে স্লোগান দচ্ছিনে।
বলো সোয়া ১১টার দকিে জাতীয় সংগীতরে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনরে মধ্য দয়িে সম্মলেনরে আনুষ্ঠানকিতা শুরু হয়। এ সময় দলীয় পতাকাও উত্তোলন করা হয়।
পরে ছাত্রলীগরে দলীয় সংগীত পরবিশেন করা হয়। ওড়ানো হয় শান্তরি প্রতীক পায়রা।উদ্বোধনীতে পবত্রি কোরআন থকেে তলিাওয়াত করা হয়। পরে গীতা ও ত্রপিটিক পাঠ করা হয়।আন্দোলন-সংগ্রামে নহিত ব্যক্তদিরে স্মরণে এক মনিটি দাঁড়য়িে নীরবতা পালন করা হয়।
এর আগে ২০১৮ সালরে ২৫ এপ্রলি ঢাকা মহানগর উত্তর ও দক্ষণিরে সম্মলেন হয়ছেলি। গঠনতন্ত্র অনুযায়ী, মহানগর ছাত্রলীগরে কমটিরি ময়োদ এক বছর।
যৌথ সম্মলেনরে উদ্বোধক ছাত্রলীগ কন্দ্রেীয় কমটিরি সভাপতি আল নাহয়িান খান। প্রধান বক্তা কন্দ্রেীয় ছাত্রলীগরে সাধারণ সম্পাদক লখেক ভট্টার্চায। সম্মলেনরে প্রধান অতথিি আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Leave a Reply