স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে বনানীতে ঢাকা উত্তর জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, জাতীয় পার্টি একটি স্বতন্ত্র রাজনৈতিক দল। কারো সাথে নয়, জাতীয় পার্টি নিজস্ব গতিতে এগিয়ে যাবে বলেও জানান জিএম কাদের।
তিনি বলেন, সামনের সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী দেয়া হয়েছে। এ সময় জিএম কাদের বলেন, আগে ব্যালটে নির্বাচন হলে সহিংসতা হতো। তবে ইভিএম’এ ভোট কারচুপির সুযোগ থাকায় ইভিএম বাতিলের আহ্বান জানান তিনি। দেশ ও জনগণের উন্নয়নে সুষ্ঠু নির্বাচন দরকার বলে মনে করেন জি এম কাদের।
বাতায়ন২৪ডটকম।।হামি
Leave a Reply