শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ অপরাহ্ন

২ আগস্ট ২০ লক্ষ লোকের সমাবেশ ঘটাবো আমরা যুবলীগের বর্ধিত সভায় এম পি ডিউক চৌধুরী

২ আগস্ট ২০ লক্ষ লোকের সমাবেশ ঘটাবো আমরা যুবলীগের বর্ধিত সভায় এম পি ডিউক চৌধুরী

রংপুর প্রতিনিধি:
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর দুই আসনের সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক বলেছেন, গোটা রংপুর সেদিন(২আগস্ট) জয় বাংলা শ্লোগানে মুখরিত থাকবে। এখানে বসে থাকলে হবে না কথা এবং কাজে মিল থাকতে হবে। আগামী ২ তারিখে ২০ লক্ষ লোকের সমাবেশ ঘটাবো আমরা।

আগামী ২ আগস্ট রংপুর সফরে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রংপুর বিভাগীয় বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ, বাংলাদেশ সজীব ওদের জয়ের বাংলাদেশ। আমরা তরুণসমাজ জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার রাজপথে নেমেছি।
আমরা রংপুরের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে না চাইতেই পেয়েছি। আমরা প্রত্যেক জেলা উপজেলা, প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক ওয়ার্ড আমরা শেখ হাসিনার দ্বারা উপকৃত হয়েছি। রংপুর বিভাগের মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে দুই তারিখে। আমরা অকৃতজ্ঞ নই।
আমরা রংপুর বিভাগের মানুষ বিভাগের জন্য হরতাল করেছিলাম, অবরোধ করেছিলাম কিন্তু জননেত্রী শেখ হাসিনার আমলে হরতাল করতে হয় নাই, অবরোধ করতে হয় নাই।না চাইতেই পেয়ে গেছি।
আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজের সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর ২ আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। এসময় আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হোসনেয়ারা লুৎফা ডালিয়া
এ সময় আরো বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ।
রিয়াদ রংপুর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com