স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
এসআইবিএল ব্যাংকের করা অর্থ ঋণ আদালতে এক বছরের দন্ডাদেশ প্রাপ্ত রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিপ্টনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, শুক্রবার (১৮ এপ্রিল) রাত দশটায় রংপুর মহানগরীর চেকপোস্ট এলাকা থেকে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জ্বলকে গ্রেফতার করা হয়েছে। তিনি অর্থ ঋণ আদালতের সিআর মামলা নং ৫০৭ /১৮ এ এক বছরের দন্ডাদেশ প্রাপ্ত আসামি। এক বছর দন্ডাদেশ ছাড়াও আদালত কর্তৃক তাকে ২৩ লাখ ৩৬ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ বাদী হয়ে এই মামলাটি করেছিলেন। এছাড়াও তার নামে তার বিরুদ্ধে তিনটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ জানিয়েছে, লিপটন গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply