নিজস্ব প্রতিবেদক,নীলফামারী।।বাতায়ন২৪ডটকম।।
নীলফামারীতে ১৩ বছর পর স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার অভিযুক্ত মাহমুদার রহমানের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনছুর আলী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাহমুদার কিশোরগঞ্জ উপজেলার দুন্দিবাড়ি পাড়া এলাকার আফান উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন মাহমুদার। ধর্ষণের পর জানাজানির ভয়ে তাকে হত্যার পর মরদেহ ঘরে ঝুলিয়ে রেখে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় স্কুলছাত্রীর বাবা বাড়িতে এসে মাহমুদারকে আটক করেন। পরে মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারেজ মর্তুজা বাবুল জানান, দীর্ঘ ১৩ বছর পর চাঞ্চল্যকর এ মামলার রায় হয়েছে। বিজ্ঞ আদালতের রায়ে পরিবার ও আমরা খুশি। আসামিকে দ্রুত গ্রেফতার করে রায় কার্যকরের দাবি আমাদের।
ভুক্তভোগী স্কুল ছাত্রীর ভাই বলেন, বাবা মারা যাওয়ার আগেও বলেছিলেন যেন বোনের বিচার না পাওয়া অবধি লড়াই করি। আজ মন কিছুটা শান্ত। এখন রায় কার্যকরের অপেক্ষা
Leave a Reply