ফয়সাল শিহাব, বাতায়ন২৪ডটকম
রংপুরঃ বিএনপিকে ভন্ড এবং প্রতারক রাজনৈতিক দল উল্লেখ করে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘১১ নভেম্বর যুবলীগের সুবর্নজয়ন্তি প্রতিষ্ঠা বার্ষিকী যুব মহাসমাবেশ। এরপর থেকে রাজপথ থাকবে যুবলীগের দখলে। তখন বোঝা যাবে কত ধানে কত চাল। শনিবার ( ৫ নভেম্বর) দুপুর ১২ টায় রংপুর জেলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে ঘোষণা দেন তিনি।
শনিবার সকাল থেকেই রংপুর জিলা স্কুল মাঠের পুর্বাংশে করা সম্মেলন স্থলের জড়ো হন জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা। বর্ণিল সাজে সজ্জিত করা হয় সম্মেলন স্থল। বাহারী ডিজাইনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সজ্জিত সম্মেলন স্থলে তৈরি হয় উচ্ছাস উদ্দীপনা। বেলা সাড়ে ১১ টায় জাতীয় সংগীত পরিবেশন, পায়রা এবং সেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। কোরআন তেলাওয়াত গীতা পাঠের পর শোক প্রস্তাব পাঠ করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লক্ষিণ চন্দ্র দাস। এর সম্মেলনের উদ্বোধনী ও প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান।
এসময় বিএনপির মানবাধিকার লংঘন, খুন গুম, হত্যার অভিযোগকে ভন্ডামি দাবি করে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘ভন্ডামির একটা সীমা আছে। এদের (বিএনপির) ভন্ডামির কোন সীমা নেই। ৫ বছর বয়সে বাবা মাকে হারিয়ে এরপর ২১ বছর আমি বিচার চাওয়ার অধিকার থেকে বঞ্ছিত ছিলাম। আমার অধিকার তখন কই ছিল। যখন আমি বিচার পাওয়ার সুযোগও পাই নি। সুতরাং আমি মনে করি বিএনপি ভন্ড এবং প্রতারকদের দল। যারা শুরু থেকে এদেশের মানুষের সাথে প্রতারণা এবং মিথ্যাচার করে আসছে। এবং জনগনের অধিকার খর্ব করাই তাদের প্রধান কাজ। আজকে তারা এদেশের সাধারণ মেহনতি মানুষের অধিকার হরণের জন্য মাঠে নেমেছে। তারা আবারও এদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাতে চায়। অনেক দিন খুল্লাম খুল্লা দুর্নীতি করতে পারছে না বলে তাদেও (বিএনপির) এখন ভিষন অসুবিধা হচ্ছে।’
বিএনপির রাজপথে থাকার বিষয়কে চ্যালেঞ্জ করে যুবলীগ চেয়ারম্যান পরশ বলেন, ‘আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মিছিল সমাবেশ করছেন, যত পারেন করে নেন। কারন ১১ নভেম্বর যুবলীগের সুবর্ণজয়ন্তি প্রতিষ্ঠা বার্ষিকী যুব মহাসমাবেশ। এরপর থেকে রাজপথ থাকবে যুবলীগের দখলে। তখন বোঝা যাবে কত ধানে কত চাল। যুবলীগ অতন্দ্র প্রহরীর মতো আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা, গণতন্ত্রের ধারা এবং এদেশের মানুষের মাথা উঁচু করে দাড়াবার অধিকার রক্ষায় সর্বশক্তি দিয়ে রাজপথে থাকবে।’
এই সম্মেলনে ২৩ জন সভাপতি এবং ১৮ জন সাধারণ সম্পাদক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। এ রিপোর্ট লেখার সময় ( রাত আট টা) পর্যন্ত রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন চলছিল।
Leave a Reply