সেলিম সরকার, বদরগঞ্জ, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
১০ ঘণ্টা পর রংপুরের বদরগঞ্জে বাড়ির টয়লেটের কূপ খনন করতে গিয়ে আটকে পরা আবু হাসান (৩০) নামের এক নির্মাণ শ্রমিককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বালু ধসে মাটির ২০ ফুট গভীরে আটকা পড়েছিলেন ওই নির্মাণ শ্রমিক। শনিবার বিকেল সোয়া তিনটায় আটকা পড়েন তিনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের উপপরিচালক জসীমউদ্দীন জানান, প্রেসকম থাকায় কোনোভাবেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছিল না। তবুও সনাতন পদ্ধতিতে আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি। উদ্ধারের আগে পুরো কুপে আমরা অক্সিজেন সরবরাহ করি। আমাদের টার্গেট ছিল আমরা তাকে জীবিত উদ্ধার করব। সেটা আমরা সক্ষম হয়েছি। শনিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটা থেকে একটানা ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে উদ্ধার তৎপরতা চালায়। রোববার ( ২৩ অক্টোবর) রাত সোয়া এক টায় অবশেষে আমরা আবু হাসানকে জীবিত অবস্থায় উদ্ধার করেছি। প্রাথমিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক ছাদে এরপর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনি আল্লাহর কাছে সন্তোষ প্রকাশ করে বলেছেন এটি বড় ধরনের সাফল্য তাদের। নির্মাণশ্রমিক আবু হাসান পৌর এলাকার শাহাপুর মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা।
এর আগে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, পৌরসভার বালুয়া ভাটা এলাকায় বাবুল দাসের বাড়িতে টয়লেটের কূপ খননে সকাল থেকে কাজ করছিলেন আটকে থাকা আবু হাসানসহ তিন শ্রমিক।
বিকেল সোয়া তিনটায় খনন করা কূপ থেকে উপরে উঠতে গিয়ে বালু ধসে নীচে পরে গিয়ে আটকে যায় আবু হাসান। স্থানীয়ভাবে প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা চলে। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিস। ঘন্টা তিনের পর সেখানে উদ্ধার অভিযান চালায় রংপুর ও বদরগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
পুরো উদ্ধার তৎপরতার সাথে উদ্ধার তৎপরতা সময় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, পৌর মেয়র টুটুল, ওসি হাবিবুর রহমান হাবিব সহ হাজার হাজার স্থানীয় মানুষ। জীবিত উদ্ধার হওয়ায় সবাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাতায়ন২৪ ডটকম/সেলিম সরকার/সমামা
Leave a Reply