বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন

হাজিরহাট মেট্রোপলিটন প্রেসক্লাবের ৩য় বর্ষপূর্তিতে গুনীজনদের সম্মাননা

হাজিরহাট মেট্রোপলিটন প্রেসক্লাবের ৩য় বর্ষপূর্তিতে গুনীজনদের সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:-

রংপুরের সাংবাদিকদের সংগঠন হাজিরহাট মেট্রোপলিটন প্রেসক্লাবের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিটি মেয়র-কাউন্সিলর ও গুনীজনদের সম্মাননা স্মারক, আলোচনা সভা ও নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার ( ১৯ নভেম্বর) দুপুরে নগরীর কেরানীরহাট বাজারে রাজেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের পরিত্যাক্ত ভবনে হাজিরহাট মেট্রোপলিটন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনাসভা শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরহাট মেট্রোপলিটন থানার কর্মকর্তা উপ সহকারী পুলিশ কমিশনার জনাব রাজিবুজ্জামান বসুনিয়া, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি ( অসকস) বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক উপদেষ্টা ও জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আফজাল হোসেন আরও উপস্থিত ছিলেন,
প্রতিবাদী শ্রমিক নেতা ও মহানগর জাতীয় শ্রমিকপার্টির সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী শ্রমিক পার্টির সহসাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজু, কেরানীরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ধরণী কান্ত রায়, হাজিরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, ১০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ।
রংপুর রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রাফাত হোসেন বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ও মোহনা টেলিভিশনের রংপুর ব্যুরো চীফ শফিউল করিম শফিক। তিনি অনুষ্ঠানে গুনি জনের সম্মাননা স্মারক প্রদান এর আগে উপস্থিত হাজিরহাট প্রেসক্লাবের অজীবন,স্থায়ী ও সহযোগী উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক নেতা শফিউল আহমেদ শফিকের নেতৃত্বে হাজিরহাট মেট্রোপলিটন প্রেসক্লাবে সদ্য সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে।
এতে আহবায়ক কমিটির প্রধান নেতৃত্বের দায়িত্ব সদ্য হস্তান্তর করে “হাজিরহাট মেট্রোপলিটন প্রেসক্লাব এর আহবায়ক ঘোষণা করা হয়,বাংলা টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি ও রংপুর রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম রাফাত হোসেন বাঁধন, ও সদস্য সচিব জাতীয় সূর্যোদয় পএিকার সিনিয়র নারী সাংবাদিক রেখা মনি এবং সদস্যরা হলেন, রুবেল মিয়া,সেলিম মিয়া,আব্দুল্লাহ আল মামুন,আবির প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com