বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রংপুরে গাছের ডাল পড়ে মারা গেলেন ১০ বছরের কন্যাসহ শিক্ষিকা, স্বামী আহত র‌্যাব-১৩ মাদক বিরোধী অভিযানঃ ৮১ কেজি গাজা ও ১১৪৫ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেফতার ৪ অবৈধভাবে স্যালাইন মজুদ: রংপুরের অবসর ও রিফাত মেডিসিন কর্নারকে জরিমানা সরকারকে সরাতে তারাতারি গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে: আলাল   সাময়িক বরখাস্ত এডিসি হারুন রংপুর রেঞ্জে সংযুক্ত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে দুই কর্মচারীর ২ বছর করে কারাদন্ড পীরগঞ্জে ৩২ হাজার কেজি সরকারি চাল জব্দঃ ৩ কালোবাজারির নামে মামলা যানজট নিরসনে রংপুর মহানগরীতে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিস্টেম   মিঠাপুকুরে দু’মাসেও গ্রেফতার হয়নি অন্তঃসত্ত্বা সুমি কেরকেটা হত্যার মূল পরিকল্পনাকারী আদুরী টপ্য রংপুর মহানগরীর বস্তিগুলোর ৬৭ ভাগ শিশু স্বাস্থ্য ঝুঁকিতে
স্মার্ট ক্যাম্পাস গড়তে ঢাবি ছাত্রলীগের ১০ নির্দেশনা

স্মার্ট ক্যাম্পাস গড়তে ঢাবি ছাত্রলীগের ১০ নির্দেশনা

ঢাবি স্টাফ করেসপন্ডেন্ট:

 

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ধারণা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ক্যাম্পাসে পরিণত করতে নেতাকর্মীদের উদ্দেশ্যে ১০ টি সাংগঠনিক নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

 

রবিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারন সম্পাদক তানভীর হাসান সৈকতের স্বাক্ষর করা একটি আদেশে নেতাকর্মীদের এমন নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ছাত্রলীগের প্রতিটি কর্মীকে ‘অনুকরণীয় এবং নির্ভরশীল’ বন্ধু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আহবান জানানো হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি ‘স্মার্ট’ ক্যাম্পাস’ হিসেবে পরিণত করতে ছাত্রলীগের প্রতিটি কর্মীর জন্য অবশ্য পালনীয় সাংগঠনিক নির্দেশনা গুলো হলোঃ সাংগঠনিক কর্মসূচি ও নির্দেশনার বাহিরে ব্যক্তিগত ও দলবদ্ধভাবে যে কোন কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে বিরত থাকা; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে শতভাগ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগী হওয়া এবং পরিবেশ নষ্ট হতে পারে এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত না হওয়া; ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর দেশের শিক্ষা উচ্চারন ও গবেষণা, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা ও শিল্পচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে সুপরিচিত। এরকম প্রতিটি উদ্যোগ-আয়োজন। সফলভাবে সম্পন্ন করতে ছাত্রলীগের কর্মীদের স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক হিসেবে ভূমিকা রাখা।

 

এছাড়াও নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ নির্মল-মনোরম রাখতে সকল প্রকার ব্যক্তিগত ব্যানার, ফেস্টুন ব্যবহার থেকে বিরত থাকা; মোটর বাইক শোডাউন, উচ্চ শব্দে হন। বাজানো, সাউন্ড সিস্টেমের মাত্রাতিরিক্ত ব্যবহার না করা; আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ উন্নতকরণে, সুশৃঙ্খল আবাসন ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণে ভূমিকা রাখা; বিশ্ববিদ্যালয় পরিমণ্ডলে ক্রিয়াশীল অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বাস কমিটি প্রভৃতির সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক ও সদ্ভাব বজায় রাখা: গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দায়িত্ব পালনে সর্বাবস্থায় সহযোগিতা করা: ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মৌলবাদ-জঙ্গীবাদ-সন্ত্রাসী কর্মকাণ্ড, গুজব ও বিভ্রান্তি ছড়ানো, অপরাধমূলক প্রবণতা, মাদক সংশ্লিষ্টতার সাথে জড়িত শিক্ষার্থীদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করা; এবং সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী, নিরাপত্তা বিঘ্নকারী, বেআইনী, ইভটিজিং, র‍্যাগিং ইত্যাদি কর্মকান্ডের সাথে কোনভাবেই জড়িত না হওয়া সহ ১০টি নির্দেশনা দেয়া হয়।

 

 

রিয়াদ/বাতায়ন২৪.কমঃ

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com