স্টাফ করসপন্ডেন্ট
রংপুরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জুম বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, পুষ্টিকর খাবার বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ বুধবার (১৬ আগস্ট) রংপুর রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে দুপুর ১২:০০ টায় এ আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম( বার) পিপিএম (বার) উপ পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ, ডিসি ট্রাফিক মেনহাজুল ইসলাম, ডিসি সিটিএসবি আবু বক্কর সিদ্দিক ওসি কোতোয়ালি মাহফুজার রহমান,ডিপুটি পুলিশ কমিশনার মোত্তাকি ইবনে মিনাল, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী,রংপুর কমিউনিটি হাসপাতাল অতিরিক্ত পরিচালক মিরাজুল মোহসীন
রংপুর সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর, মো শাহাজাদা আরমান, জুম বাংলাদেশ রংপুর কো- অর্ডিনেটর রিহাজুল ইসলাম ফুয়াদ, কো-অর্ডিনেটর আসিফ মাহবুব সহ রংপুর জুম বাংলাদেশ এর সদস্য।
উল্লেখ্য জুম বাংলাদেশের সারাদেশে দশটি শাখা রয়েছে তার মধ্যে রংপুর একটি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন,বাংলাদেশের উদ্দেশ্য বঞ্চিত মানুষের পাশে থাকা। পুলিশ কমিশনার বলেন আপনি সাংবাদিক হয়েছেন বড় মানুষ হয়েছে পুলিশ হয়েছেন তার জন্য সাধারন মানুষের অনেক বড় ঋণ আছে। এদেশ ছোটদের বড়দের সকলের সব মানুষের জন্য স্বাধীন হয়েছে।যিনি কাউন্সিলর হয়েছেন তিনি হতে পারতেন না যিনি বড় ব্যবসায়ী হয়েছেন তিনি হতে পারতেন না, এই সুবিধা গুলো তৈরি হয়েছে স্বাধীনতার কারণে।
তিনি আরো বলেন এই স্বাধীনতার সুফল সব মানুষ এখনো পায়নি, এই সরকার জনবান্ধব সরকার দরিদ্রবান্ধব সরকার শিশু বান্ধব সরকার, শিশুদের জন্য অনেক কিছু করেছে, আমরা যারা পিছিয়ে আছি এই পিছিয়ে পড়া মানুষকে হাত ধরে টেনে তোলা আমাদের দায়িত্ব।
এ সময় জুম বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে জুম বাংলাদেশের প্রশংসা করে বলেন, কারমাইকেল কলেজের ছাত্ররা সকালবেলা স্টেশনে পরিষ্কার করেছে অপেক্ষা করেছে।এটু আমাদের গর্বের বিষয়।
কমিশনার রংপুর রেলওয়ে স্টেশনের ব্যাপারে বলেন,রংপুর স্টেশনটিকে অবৈধ দখল মুক্ত এবং পরিবেশ যেন বজায় থাকে একটা রেলস্টেশন উন্নত বাংলাদেশের সিম্বল, এই শহরের একটি আইকনিক স্থাপনা, সেটা যদি নোংরা হয় গাজার আড্ডা হয়, মাদক সেবিদের আড্ডা হয় সেটা যদি ছিন্তাই কারীদের আড্ডা হয়, এটা খুবই লজ্জার বিষয়,অপমানের বিষয় তাই আমরা চেষ্টা করব এখানে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এবং এই স্টেশনকে নিয়ে আরও কাজ করার তাগিদ দেন কর্মকর্তাদের।
Leave a Reply