স্টাফ করেসপন্ডেন্ট,লালমনিরহাট।।বাতায়ন২৪ডটকম।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্ত থেকে রতন চন্দ্র রায় (৩৫) নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে ।
মঙ্গলবার (১ নভেম্বর) ভোরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর বড়বাড়ী সীমান্ত এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় । রতন চন্দ্র রায় চন্দ্রপুর গ্রামের নিতেন্দ্রনাথ রায়ের ছেলে ।
এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, রতন সহ আরও কয়েকজন ভারতের ৯১৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে গরু পারাপারের সময় ভারতের-৭৫ বিএসএফ সিতাই ক্যাম্পের টহল দল রতন চন্দ্রকে আটক করে । পরে তাকে ভারতের কুচবিহার জেলার সিতাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ ।
কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
১৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, এক বাংলাদেশি যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে গেছে বলে আমরা জেনেছি । এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে বিস্তারিত জানা যাবে ।
বাতায়ন২৪ডটকম/আশা
Leave a Reply