স্টাফ করেসপন্ডেন্ট,গাজীপুর।।বাতায়ন২৪ডটকম।।
গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় তাকওয়া মিনিবাসের সঙ্গে সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে উত্তেজিত জনতা তাকওয়া বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে । দুর্ঘটনায় আহত হলেও আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ।
বুধবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
গাজীপুররের বাসন থানা পুলিশের এসআই মতিউজ্জামান জানান, বুধবার বেলা পৌনে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর মাহবুব ফিলিং এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস চন্দ্রার দিকে যাচ্ছিল । এ সময় উল্টো পথে আসা একটি সিএনজির সঙ্গে বাসটির সংঘর্ষ হলে সিএনজিটি উল্টে যায় । এতে সিএনজি চালক আহত হন । এ সময় উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসে আগুন ধরিয়ে দেয় । আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে । তবে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি ।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, সিএনজি ও তাকওয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের মিনিবাসটিতে আগুন দেয় । খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ।
বাতায়ন২৪ডটকম//আশা
Leave a Reply