শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৯ পূর্বাহ্ন

সাময়িক বরখাস্ত এডিসি হারুন রংপুর রেঞ্জে সংযুক্ত

সাময়িক বরখাস্ত এডিসি হারুন রংপুর রেঞ্জে সংযুক্ত

স্পেশাল করেসপনডেন্ট, বাতায়ন২৪ডটকম।।

বারডেম হাসপাতালের ঘটনার জেরে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের ঘটনায় রাজধানীর রমনা জোনের এডিসি হারুন-অর-রশিদকে সাময়িক বরখাস্তের ২৪ ঘন্টার মাথায় রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এই আদেশের প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, ‘ জনাব হারুন-অর রশীদ পিপিএম (বিপি নম্বর- ৮৮১৩১৫৯৪৪) অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত এবং পুলিশ অধিদফতরে সংযুক্ত)-কে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে এই আদেশ জারি করা হলো।’

এর আগে সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মো. মুস্তাফিজুর রহমানের (বিপিএএ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সেই প্রজ্ঞাপনেবলা হয়, ‘অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা মোতাবেক সোমবার থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।’

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় রোববার এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়। পরে তাঁকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

শনিবার ( ৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বারডেম হাসপাতালে রাষ্ট্রপতির এপিএস (সহকারী একান্ত সচিব) আজিজুল হকের স্ত্রী এডিসি সানজিদা আফরিনের সাথে এডিসি হারুন অর রশিদের অবস্থান নিয়ে দ্বন্দ্বের জেরে অপ্রীতিকর ঘটনার পর রাজধানীর শাহবাগ থানায় এডিসি হারুনের বিরুদ্ধে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে মারধোরের অভিযোগ উঠে। এনিয়ে তোলপাড় চলছে পুরো দেশ জুড়ে।

ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় সোমবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী ও  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে দেখা করেন সংগঠনিক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘এ ঘটনার সূত্রপাত যে কারণে হয়েছে, যিনি সূত্রপাত করেছেন, তিনিও (রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক) একজন সরকারি কর্মকর্তা। উনি আমাদের পুলিশের ওপর প্রথম হামলাটি করেছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে আইয়ে সাক্ষাতকারে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে থানায় মারধরের ঘটনা নিয়ে কথা বলেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকের স্ত্রী পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন। এসময় সানজিদা দাবি করেছেন, বারডেমে তিনি  এডিসি হারুনের সহযোগিতায় চিকিৎসা নিচ্ছিলেন। এসময় এডিসি হারুন অর রশিদকে প্রথমে বারডেম হাসপাতালে মেরেছিলেন তাঁর স্বামী রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক। সাক্ষাতকারে স্বামীর বিরুদ্ধে নিজেকেও মারধোরের অভিযোগ তোলেন স্ত্রী সানজিদা। এছাড়াও অভিযোগ করেন ইটিটি রুমে পরীক্ষা-নিরীক্ষার পোশাক পরিহিত অবস্থায় ছবি তোলারও চেস্টা করেছিলেন স্বামীর সাথে যাওয়া ছেলেরা। তবে তিনি তাদের চিনতেন না।

এছাড়াও মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গণে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় হাসপাতালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ ডিএমপির ক্রাইম বিভাগে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা ও ছাত্রলীগ নেতাদের মারধরে অভিযুক্ত এডিসি হারুন অভিযোগ দিলে তার ভিত্তিতেও ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘তদন্তে যদি রাষ্ট্রপতির এপিএস এবং তার সঙ্গীদের আচরণ অভিযোগ জানানোর মতো হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের বিষয়ে জানানো হবে।’

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ করছে।

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com