স্টাফ করেসপনডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
সরকার আবারও আগামী নির্বাচন নিয়ে পুরনো খেলায় মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৯ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, সরকার বিরোধী দলকে মাঠ শূন্য করতে প্রক্রিয়া শুরু করেছে। এবার নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই মিথ্যা মামলা, সন্ত্রাস, ত্রাস সৃষ্টি করে বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তালিকা করে বিচারবিভাগকে নিয়ন্ত্রণ করে নেতাকর্মীদের কারাগারে আটক করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। রাষ্ট্রের অর্থ ব্যবহার করে আইন মন্ত্রণালয় মামলার তালিকা করছে বলেও দাবি করেন তিনি। এসব বন্ধ না হলে যেকোনো পরিস্থিতির দায় নিতে হবে সরকারকে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
২০১৮ সালে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে দেয়া কোনো প্রতিশ্রুতি রাখেনি বলেও মন্তব্য করেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম।
বাতায়ন২৪ডটকম।।হামি
Leave a Reply