স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
ইয়াহিয়া খান গণতন্ত্রের রায় মানে নাই সেই কারণে এদেশে যুদ্ধ হয়েছিল। কিন্তু আজকে গণতন্ত্র এমনভাবে হারিয়ে গেছে। এই সরকারের বিদায় ছাড়া, পরিবর্তন ছাড়া, এই সরকারের পতন ছাড়া গণতন্ত্র উদ্ধারের কোন পথ নাই বলে মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা এ্যডভোকেপ ফজলুর রহমান। তাই জনগনকে নিয়ে বিএনপি মাঠে নেমেছে। এই সরকারকে পতন করেই বিএনপি ঘরে ফিরবে।
বর্তমান সরকার পদত্যাগের একদফা দাবি আদায়ের লক্ষে রংপুর মহানগরীতে গণমিছিল শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। শুক্রবার ( ১৮ আগস্ট) বিকেল ৫ টায় নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে মিছিলটি বের হয়ে পুলিশের বেঁধে দেয়া রুট শাপলা চত্বর দিয়ে আবারও গ্রান্ড হোটেল মোড়ে শেষ হয়। গণমিছিলে মহানগর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল মহিলাদল, তাতীদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।মিছিল থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগানে দিতে থাকে।
পরে মহানগর আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে গ্রান্ড হোটেল মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেস্টা এ্যডভোকেট ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, মহানগর সদস্য সচিব মাহফজু উন নবী ডন প্রমুখ।
এসময় খালেদা জিয়া উপদেস্টা ফজলুর রহমান বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে যাবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, এদেশের জনগন নিজের ভোট নিজে দিবে। সেই ভোট সুষ্ঠুভাবে গননা করা হবে। এই দাবিতেই আজকের আন্দোলন। এই আন্দোলনে অবশ্যই বাংলার জনগন জিতবে। আমরা জিতবো, বিএনপি জিতবে।
ফজলুর রহমান বলেন, আমরা হাসিনার পতন চাই, তার পদত্যাগ চাই। হাসিনা সরকারের বিদায় চাই। অবৈধ সরকারের উৎখাত চাই। এটাই হলো আজকের সবচেয়ে বড় কথা আমাদের। কারন, এই দেশটা আমরা সৃষ্টি করেছিলাম ভোট দিয়ে, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। ইয়াহিয়া খান গণতন্ত্রের রায় মানে নাই সেই কারণে এদেশে যুদ্ধ হয়েছিল। কিন্তু আজকে গণতন্ত্র এমনভাবে হারিয়ে গেছে। এই সরকারের বিদায় ছাড়া, পরিবর্তন ছাড়া, এই সরকারের পতন ছাড়া গণতন্ত্র উদ্ধারের কোন পথ নাই। তাই জনগনকে নিয়ে বিএনপি মাঠে নেমেছে। এই সরকারকে পতন করেই বিএনপি ঘরে ফিরবে। খালেদা জিয়ার মুক্তি হবে। সসম্মানে দেশ ফিরবে তারেক রহমান।
বাতায়ন২৪ডটকম।।সমামা
Leave a Reply