সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বাধীনতা বিরোধীরা আশেপাশে আছে, আমাদের সাথে আছে, মিলেমিশে আছে, সুযোগ পেলেই স্ব-মুর্তিতে আবির্ভূত হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী তিস্তায় নিখোঁজের ১৮ দিন পর সন্ধান মিললো নাইসের লাশের  রংপুরে গাছের ডাল পড়ে মারা গেলেন ১০ বছরের কন্যাসহ শিক্ষিকা, স্বামী আহত র‌্যাব-১৩ মাদক বিরোধী অভিযানঃ ৮১ কেজি গাজা ও ১১৪৫ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেফতার ৪ অবৈধভাবে স্যালাইন মজুদ: রংপুরের অবসর ও রিফাত মেডিসিন কর্নারকে জরিমানা সরকারকে সরাতে তারাতারি গণতান্ত্রিক পদ্ধতিতে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে: আলাল   সাময়িক বরখাস্ত এডিসি হারুন রংপুর রেঞ্জে সংযুক্ত এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির দায়ে দুই কর্মচারীর ২ বছর করে কারাদন্ড পীরগঞ্জে ৩২ হাজার কেজি সরকারি চাল জব্দঃ ৩ কালোবাজারির নামে মামলা যানজট নিরসনে রংপুর মহানগরীতে চালু হলো ডিজিটাল ট্রাফিক সিস্টেম  
সরকারি উদ্যোগে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগনের নিঃশ্বাস বন্ধ করে দেয়ার অভিযোগ বিএনপি নেতা আলালের

সরকারি উদ্যোগে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগনের নিঃশ্বাস বন্ধ করে দেয়ার অভিযোগ বিএনপি নেতা আলালের

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

সরকারি উদ্যোগে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগনের নিঃশ্বাস বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর সাতমাথায় মহানগর বিএনপির পদযাত্রার উদ্বোধনি বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। এসময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও সৈয়দ জাহাঙ্গীর হোসেন, রংপুর মহানগর আহবায়ক সামসুজ্জামাস সামু, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন প্রমুখ।

এসময় তিনি আরও বলেন,  আমাদের আন্দোলনের মুল দাবি ছিল দ্রব্যমূল্য কমানো। কিন্তু আমাদের আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি উদ্যোগে প্রতিদিন সকাল, বিকাল রাত দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের নাগালের বাইরে নিযে গেছে। সামনে পবিত্র রমজান আসছে। আজকে পবিত্র শবে মিরাজের রাত। রমজানে কি করবে সেই চিন্তা মধ্য বিত্ব, নিম্ন বিত্ব, দরিদ্র মানুষের  দীর্ঘশ্বাস বাড়ছেই। এই দীর্ঘশ্বাসকে উপক্ষে করে আওযামীলীগ, তুচ্ছ তাচ্ছিল করে আওয়ামীলীগ। এই ক্ষমতাসিন সরকার মানুষের জীবনের কোন গুরুত্ব দেয় না। যদি তারা দিতো তাহলে আওয়ামীলীগের উচিৎ ছিল এসে একাত্মতা ঘোষণা করা।

 

আলাল বলেন, আওয়ামীলীগ দাবি করে তারা গণমানুষের দল। কিন্তু তারা সাধারণ মানুষের বিপক্ষে এসে দাড়িয়েছে। আমরা বলেছিলাম দ্রব্যমূল্য বাড়াও। কিন্তা আওয়ামীলীগ বাড়া বাড়াতে মানষের নাক পর্যন্ত পানি তুলে দিয়েছে। তাই এখন মাথা ডুবলো কিনা মানুষ আর সেটা নিয়ে দুশ্চিন্তা করে না। মানুষের এখন নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তাই তারা এই সরকা্রকে ক্ষমতায় দেখতে চায় না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন জনগনকে সাথে নিয়ে চালিয়ে যাবে বিএনপি।

উদ্বোধনের পর সাতমাথা থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়ে কামাল কাছনা, জাহাজ কোম্পানী মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে পথ সভায় মিলিত হয়। একই সময়ে নগরীর সেন্ট্রাল রোড থেকে পায়রা চত্বরে হয়ে শাপলা চত্বরে যায় আরেকটি পদযাত্রা। সিও বাজার থেকে পদ যাত্রা বের করলেও তাতে বাঁধা দিয়ে পন্ড করে দেয় পুলিশ।

মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু অভিযোগ করেছেন শাপলায মঞ্চ ভেঙ্গে দিয়েছে পুলিশ। সিও বাজার থেকে পদযাত্রা  করতে দেয় নি। বাঁধা দিয়ে আন্দোলন নস্যাত করার পায়তারা থেকে পুলিশকে সরে আসার আহবান জানান তিনি।

পদযাত্রায় বিভিন্ন সরকার বিরোধী শ্লোগান দেয়া হয়। বিপুল পরিমান নেতাকর্মীর শ্লোগানে পুরো নগরীর প্রধান সড়[ক প্রকম্পিত হয়ে উঠে।

বাতায়ন২৪ডটকম।। সমামা

 

 

 

 

 

 

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 batayon24
Design & Developed BY ThemesBazar.Com