নিজস্ব প্রতিবেদক।।বাতায়ন২৪ডটকম।।
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি বিভাগীয় সমাবেশ চলাকালীন সময়ে দিনাজপুর কাহারোল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল মৃত্যুবরণ করেছেন।
শনিবার (২৯অক্টোবর) দুপুরে সমাবেশ চলাকালীন সময়ে মোস্তাফিজুর রহমান অসুস্থ হয়ে পড়েন । এ সময় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এ তথ্য নিশ্চিত করেছেন।
কাহারোল উপজেলার বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বলেন, আজ সকালে নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন মোস্তাফিজুর রহমান। বিকেল পৌনে ৪টার দিকে তিনি স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
Leave a Reply